নেতা নির্বাচনে বাঙালী আগাগোড়া আবেগ অন্ধ
দেখেনা তার ইতিহাস সে ভালো জাতের কি না ?
নেতার সততা আদর্শ বৈশিষ্ট্য যা থাকা বাঞ্জনীয়
দেখতেই হবে খুঁটিয়ে খুঁটিয়ে যথাযথ সব আছে কি না ।


কারো পাত্র-পাত্রীর খোঁজার জন্য আজও গ্রামে-গঞ্জের
প্রায় সব ধর্মের মানুষেরা পরস্পরে হয় কত খুঁতখুঁতেপনা ।
একজনের জন্য খুঁজতে কতজনে করে চুলচেরা আলোচনা
কিন্তু যাদের হাতে থাকবে দেশের পবিত্র দায়িত্ব; তারা কি না !  


চোর ছেঁচর ঘুষখোর গুন্ডা বদমাশ লোচ্চা ভণ্ড দালাল পাষণ্ড
খুনি হারামখোর নেশাখোর চরিত্রহীন নতুবা চরিত্রহীনা ?


যারে খুশি তারে বানিয়ে দাও দণ্ড মুণ্ডের কর্তা অতঃপর
প্রভুকে দোষারোপ করে বল; কেন আমাদের করনা করুণা ।    
এতদ সত্যেও এখানো যে টিকে আছি, এ জনপদকে
স্রষ্টা এখনো দেয়নি যে উল্টিয়ে, তারই শোকরিয়া কেন করনা ?  


আল-কুরআন যেখানে খুনি ব্যভিচারকে দিয়েছে মৃত্যুদণ্ড অথচ
দোদণ্ড প্রতাপে তারাই হয় কর্তা; কোন কিছুই হয়না তাদের বিনা ।  
যখনই কেউ করে ফেলে এমন গুরুতর অপরাধ সে হয় অভিশপ্ত  
তাদের মস্তিষ্ক চিরতরে হয় বিকৃত, তাদের তো মনুষ্যত্বই থাকেনা ।  


এই টুকুও বুঝার যোগ্যতা না থাকলে এ দুর্ভোগ কভু যাবেনা তাই
ইহকালেও পাবো শুধু বঞ্চনা, পরকালেও পোহাবো নরক যন্ত্রণা ।  
চোর কক্ষনও অন্যকে ভালো বলেনা, লেজ কাটাও চায় কারো লেজ
যেন থাকেনা, এরাই হলে ক্ষমতাবান দুঃখের আর সীমা থাকেনা ।
  
সর্ব বিষয়ে বিজ্ঞানের হয়েছে চরম উন্নয়ন, নেতা নির্বাচনে তবে
ডি এন এ টেস্ট সহ আরও অত্যাধুনিক কিছু যোগ করা কি যায়না  
                          ভেবে দেখুন না আমার এ প্রস্তাবনা.......।
                                                                                      
রচনাকালঃ- সোমবার ০১/০১/২০১৮ মিরপুর, ঢাকা।