শত কোটি টাকার রেলগাড়িটা হাজার কোটি
টাকার পথ না পেলে চলেনা গড়গড়িয়ে ।
উড়ানও শাঁ শাঁ করে আসমানে কি উড়ে, না
পেলে হাজার কোটি টাকার রানওয়ে ?
এমন যান্ত্রিক কোন গাড়ি চলে নাকি কভু তার
চাহিদা মতো পথ আর জ্বালানি না পেলে  ?
তাই এদের আশায় থাকলে বসে স্রষ্টার সৃষ্টির
দিন কি আর চলে ?
তার আছে পা খেয়ে না খেয়েও চলবে তা হবে
হয়তো একটু দেরী গন্তব‍্যে পৌঁছতে ।
অত দামী যান্ত্রিক যানবাহন মরিচা পরে পরুক
বসে থেকে আনুসঙ্গিকতার অজুহাতে  ।


রচনাকালঃ-  সকাল ৮.২১টা, শুক্রবার, ২ বৈশাখ ১৪২৯, ১৪ রমজান ১৪৪২, ১৫ এপ্রিল ২০২২, মিরপুর, ঢাকা ।