যারা পশুকে ডাকে মা-বাপ
বলে প্রাণী হত‍্যাই মহাপাপ
তাদের বহিরাবরণ সাধুর হলেও অন্তর ভরা বিষ !
অথচ অতিমানব সেজে আজীবন খায় নিরামিষ ।
পশুদের দেখায় চরম মমত্ব
কিন্তু মানুষ হত‍্যায় সিদ্ধহস্ত
মুসলমান দেখা মাত্র তারা ঘৃণা ছড়ায় ফিসফিস !
অথচ অতিমানব সেজে আজীবন খায় নিরামিষ ।
ভক্ষন করে গোবর গোমুত্র
পরিধানও করে মঙ্গল সূত্র
ভিন জাতির অমঙ্গলে ষড়যন্ত্র কুমন্ত্রণা অহর্নিশ !
অথচ অতিমানব সেজে আজীবন খায় নিরামিষ ।
উন্নয়ন দারিদ্রবিমোচন বন্ধ
পুরো জাতিকে করে ধর্মান্ধ
ক্ষমতা কুক্ষিগত করতে সেজে আছে দেবাশীষ !
অথচ অতিমানব সেজে আজীবন খায় নিরামিষ ।
কাম ক্রোধ লিপ্সার লালন
ধর্ষণ দ্বারা করে ধর্ম পালন
ভিন ধর্মের যানমাল কাড়তে হাত করে নিসপিস !
অথচ অতিমানব সেজে আজীবন খায় নিরামিষ ।
তারা যতই খাক নিরামিষ
তবু হিংসায় করে হিসহিস
নিঃসন্দেহে ওরা দুনিয়া সেরা বিষধর আশীবিষ !
অথচ অতিমানব সেজে আজীবন খায় নিরামিষ ।
যারাই খায় না পশুর মাংস
তারাই খায় দেখি নরমাংস
অহিংসা পালনে কোন ভূমিকা রাখে না নিরামিষ ।
পশু হত‍্যা বিনা মনের পশুটা খুব বুঝি হয় খবিশ !!


রচনাকালঃ- রাত ১১:০৯টা, শুক্রবার, ৩ আষাঢ় ১৪২৯, ১৭ জুন ২০২২, মিরপুর, ঢাকা ।