ঘরে ঘরে আজ সবি সুশীল বোদ্ধা
কিন্তু নির্বিকার সকল কলম যোদ্ধা
এ সুযোগেই কি যুদ্ধ করছে ঐ ভণ্ড নেতারা ?
যেই যুদ্ধে নিয়ত নারী শিশুরাও যাচ্ছে মারা !


কি লাভ হল অসি ছেড়ে মসি ধরে !
তবুও যদিবা যুদ্ধ করে মানুষই মরে !
হে সুশীল সমাজ বলুন তবে এ ব‍্যর্থতা কার ?
কেইবা নেবে নিযুত হতাহতের এই দায়ভার ?


আগে নাহয় মানুষরা সব ছিল বন‍্য !
নাহয় তখন যুদ্ধ হতো ধর্মের জন‍্য !
এখন তবে যুদ্ধ কেন বলুন হে সুশীল সমাজ ?
যুদ্ধকে খেলায় পরিণত করাই বা কার কাজ ?


মানবতা মুক্তির যেটা নাকি মুলমন্ত্র !
কোথায় কি মুক্তি দিল সেই গনতন্ত্র ?
আজ তার উপর ভর করে সওয়ারী হল নেতা
তার বিজয় রথের চাকায় নিষ্পেষিত জনতা ।


রাজনৈতিক স্বার্থে তারা আজ অন্ধ
ধর্মের সদর দরজাটাও করেছে বন্ধ  
ব‍্যক্তি স্বার্থেই রাষ্ট্র যন্ত্র দ্বারা চলছে উৎপীরণ
কারো কর্ণকহুরে ঢুকেনা উৎপীরিতের ক্রন্দন ।


তবু মানবতা রক্ষায় খুঁজিনা বিকল্প
বরং চারদিকে চেতনার কত প্রকল্প !
সঠিক সুরাহা নেই আছে ভাবনার বিলাসিতা
তাই বুঝিবা দিনকে দিন বাড়ছে অসহিষ্ণুতা ।


রচনাকালঃ- রাত ১১.১৭টা, শনিবার, ২৬ চৈত্র ১৪২৮, ৭ রমজান ১৪৪২, ৯ এপ্রিল ২০২২, মিরপুর, ঢাকা ।