মহানগরী ঢাকার একটি জনবহুল এলাকা দিয়ে
আজ সন্ধ্যায় ঘরে ফিরছিলাম বেশ তাড়া নিয়ে ।
ফুটপাথে দেখি এক কিশোরকে পেটাচ্ছে ক’জন
সবাই তা একনজর দেখেই ছুটে চলছে হন হন ।
বিবেক একপা এগোচ্ছেনা বলে সেথা দাঁড়ালাম
কিছুক্ষণ শুনে তাদেরকেও প্রশ্ন করতে লাগলাম ।
একজন দু’জন করে পথচারীদেরও ভিড় বাড়ল
সেথা যেন হকারদেরই মতো মজমা জমে উঠল ।
কেউ কিছু বলছেনা শুধুই দেখছে তাকে পেটাতে
আমি লিপ্ত একা তিনজনের সাথে বাকবিতণ্ডাতে ।
ওরা বলছিল এই ছেলেটি ওদের দ্বন্দ্ব লাগিয়েছে  
তাই তারা তাকে সেথা সাথে নিয়ে যেতে চাচ্ছে ।
অভিযুক্ত ছেলেটি নিরুপায় পড়ছে তাদেরই পায়
ঘটনাটির আদ্যোপান্ত সব বুঝে উঠাই হচ্ছিল দায় ।  
কেন যেন মনে হচ্ছিল তারা ছিনতাইকারীর দল
কোনমতে আড়ালে নিয়ে ছেলেটির কাড়বে সম্বল ।
পরিশেষে তা যখন প্রমাণ হল পথচারীরাও বলল
এবার সবাই আমার সাথে প্রতিবাদও গড়ে তুলল ।
তবেই গ্রাম হতে আসা ছেলেটি বেঁচে গেল প্রাণে
কে করে অনৈতিকতা জনতা রুখে দিলে সবখানে ?
জনতা একতা নয় বলেই দুঃসাহসী ছিনতাইকারী
ওরা যে জানে তারা সবাই ভদ্র নির্বিকার পথচারী !


রচনাকালঃ- রাত ১১.২৭টা, শনিবার, ২৩ জানুয়ারি ২০২১, মিরপুর, ঢাকা ।