তুমি নির্বোধ ভোটার বলে
ওরা তোমায় ভোটাধিকার
দিল, কত ছলে বলে কৌশলে  ।


তুমি নির্বোধ ভোটার বলে
ভোট দিতে দেখনা ভালো
মন্দ, শুধু কটা টাকা হলেই চলে ।


তুমি নির্বোধ ভোটার বলে
ভালো মানুষেরা সব ঘরের
কোণে, নেতা যত খবিশ খলে ।


তুমি নির্বোধ ভোটার বলে
তারা ক্ষমতা পেয়ে মমতা
ভুলে, দেশটা লুটে সদলবলে ।


তুমি নির্বোধ ভোটার বলে
ওরা চলে জাতির শিকড়
কেটে, সেবার নামে তলে তলে ।


তুমি নির্বোধ ভোটার বলে
নেতারা চুরি চামারি করে
যত, আজ হালের ডিজিটালে ।


তুমি নির্বোধ ভোটার বলে
সব হারিয়ে বিপাকে পড়ে
মোরা হলাম অসহায় সকলে ।


তুমি হলে নির্বোধ ভোটার
তোর ভোটে বিপদ সবার
নিজের পা কেটোনা নিজ কুড়ালে  
ভোটটা দিও শুধুই দেশের মঙ্গলে ।


রচনাকাল:- বেলা ৩.৪০টা,  ১৬ সেপ্টেম্বর ২০২১,  ঠাকুরগাঁও ।