যে দেশের আমজনতা
নুন আনতেই পান্তা ফুরায়  
সে দেশের নেতারা স্ত্রী-সন্তানে  
নিত্য রং তামাশায় অঢেল অর্থ উড়ায় !


যে দেশের আমজনতা
নুন আনতেই পান্তা ফুরায়
সে দেশের সরকারি কর্মচারী  
জীবন কাটায় বিলাসিতার স্বপ্ন চূড়ায় !


যে দেশের আমজনতা
নুন আনতেই পান্তা ফুরায়  
সে দেশের ডাক্তারেরা ছলনায়
রোগীর দুখধন দু’হাতে লুটে বস্তা ভরায় !


যে দেশের আমজনতা
নুন আনতেই পান্তা ফুরায়  
সে দেশের প্রশাসন আমলা
মামলা দিয়ে অর্থ খ্যাতি সবই কুড়ায় !  


যে দেশের আমজনতা
নুন আনতেই পান্তা ফুরায়  
সে দেশের অফিস পাড়ায় নানা
ছুতায় নাকে দড়ি দিয়ে জনতা ঘুরায় !

যে দেশের আমজনতা
নুন আনতেই পান্তা ফুরায়  
সে দেশে শিক্ষা নিতেই সর্বস্বান্ত
হতাশ সবে বেকার হয়ে জীবন পুড়ায় !


যে দেশের আমজনতা
নুন আনতেই পান্তা ফুরায়  
সে দেশের ভণ্ড বাবারা ধর্ম বেঁচে
সুরা পানে মনে তৃপ্ত আনে পরাণ জুড়ায় !


রচনাকালঃ- সকাল- ১০.৪০টা বুধবার, ১৯ রমজান ১৪৪১,
৩০ বৈশাখ ১৪২৭, ১৩ মে ২০২০, মিরপুর, ঢাকা ।