নিজের গ্রাম উন্নয়নের হে স্বপ্নচারী
তোমাকে মোড়ল দিয়েছে বাধা ?
জেলা উন্নয়নের নায়ক হয়ে দেখো
ঐ মোড়লের চোখে লাগবে ধাঁধা !
জেলাতেও বাধা পেলে তবে যাওনা
চলে বিভাগ উন্নয়নে ।
মোড়ল তখন গাছের খোড়ল খুঁজে
যাবে যে আত্মগোপনে ।
বিভাগও যদি গো হয় বিবাগী তবে
আছে দেশের রাজধানী ।
দেশব‍্যপী কর কার্যক্রম গ্রাম জেলা
দূরে বিভাগের উঠবে ধরফরানী ।
তাও যদি না চাও এতো বাধা পেয়ে
তুমি সহজে যেতে দমে ।
তবে ভাবো বিশ্ব নিয়ে সফল হবে যে
একই সময় মেধা শ্রমে ।
জানো তো নদীর মোহনায় বাধ দেয়া
অসম্ভব কোন রাষ্টেরও দ্বারা ।
তার উৎসস্থল হতে বাধা পেয়ে একে
বেঁকে ধারণ করে ভয়াল চেহারা ।
বাধা পেলে সৎ স্বপ্নগুলো কভু যায়না
মরে বরং তা বাড়ে বহুগুণ হারে ।
জানো যোগ‍্যতা আর জ্ঞানের চেয়েও
কল্পনা শক্তিশালী নিশ্চয় ।
তাই পেওনা কল্পনা করতে ভয় ও হে
তরুণ তুর্কি তুমি হবে অদ‍‍ম‍্য দুর্জয় ।
বাধা দমাতে আসেনা সে তো পরীক্ষা,
করলে ধৈর্য্য-প্রজ্ঞার সঙ্গে অতিক্রম ।
পৃথিবী তো স‍্যালুট তাকেই করবে সে
যে সত‍্যিকারের বীর বিক্রম ।


রচনাকালঃ- ভোর ৬.১৪টা, মঙ্গলবার,
২৯ চৈত্র ১৪২৮, ১২ এপ্রিল ২০২২, মিরপুর, ঢাকা ।