যখন অবাধেই হচ্ছে ধর্ষণ নিয়তই
বেড়ে চলছে যত পাষন্ড ধর্ষক ।
পাল্লা দিয়ে তুমিও দেখি নিজেকে
করে চলেছ আরও চিত্তাকর্ষক !
খুল্লাম খুল্লা বসনে কি বাসনা নিয়ে
চলছ গো ললনা ?
বল না তবে কি ঐ কুকুরদের দ্বারা
ধর্ষিত হবারই তোমার ছলনা ?
মনুষ‍্য সৃষ্ট কোন আইন মোটে পারে
না যখন ঠেকাতে ধর্ষণ ।
বরং এই গনতান্ত্রিক রাজনীতিটাই
করে চলছে তার আশীর্বাদ বর্ষণ !
নাকি ভাবো তোমার ন‍্যপথ‍্যে আছে
নামজাদা নারীবাদী দাদাদাদী ।
ওরা কি আগলে রাখবে সর্বনাশ হলে
কি করবে ওসব হারামজাদী ?
আজও চিনলেনা ওদের ? ওরাই তো
তোমায় বানায় ধর্ষকের ভোগের পাত্রী ।
আধুনিকতার দোহাই দিয়ে তোমাকে
বেশ‍্যা বানাবার ওরাই তো ইন্ধন দাত্রী !
খুঁজে দেখোনা ওরা সবাই পাপীর দল
লেজ কাটা চতুর শেয়াল !
তোমাকেও মনগড়া কথায় ফুসলিয়ে
পাপী বানাবার এদের আসল খেয়াল ।
এরা আজগুবি সব বোলচালে দিতে
চাইছে নারী মুক্তি....
আগে নিজেকে নিজে আগলে রাখো নারী
সব হারিয়ে শুনে লাভ কি ওদের যুক্তি ?


রচনাকালঃ- বিকাল ৫.২৩টা, শুক্রবার, ২ বৈশাখ ১৪২৯, ১৩ রমজান ১৪৪২, ১৫ এপ্রিল ২০২২, মিরপুর, ঢাকা ।