আগামীর অরুন হতে ওরে তরুণ
তোমার জীবনের হোক শুভ সূচনা ।  
জীবনকে আগে সঠিক না জেনেই
কারো চেতনায় কক্ষনো মেতো না ।


যে যাই বলুক যত কথাই তোমায়
তুমি জানো না চেতনার কি যাতনা  !
এসব রকমারি চেতনা যাই করুক
ক্ষয় করবে তোমার অসীম সম্ভাবনা ।


যার যার চেতনা সর্বশ্রেষ্ঠ বলে করে  
নাকি সবাই রক্তস্নাত কতনা ফেতনা ?
চেতনার হুজুগ মাতিয়ে দিয়ে তারা
কেমনে তোমায় দাস বানায় দেখনা !  


যন্ত্রটা কেমনে চলবে তার ম্যানুয়াল
যেমনি দেয় ঐ নির্মাণকারী কারখানা ।
তেমনি তোমার জীবন পরিচালনার  
ম্যানুয়াল প্রভুর দেয়া কোরআনখানা ।


জীবনের সুচনাতে জানো কোরআন
ঐ সব চেতনার কাছে কভু যেও না ।
চেতনার নামান্তরে দাসত্বের শৃঙ্খলে
জড়িয়ে নিজের বিকাশ রোধ কর না ।


রচনাকালঃ- রাত- ১১.৪০টা মঙ্গলবার,
১৮/১২/১৮ মিরপুর, ঢাকা ।