দেশে ক্রমবর্ধমান সবি কিন্তু কর্মসংস্থান ক্রমসংকোচন
ঘরে ঘরে বছরে বছরে বেড়ে চলছে বেকারত্বের ক্রন্দন ।
রাজনীতির কারণে বেকারত্ব বাড়ছে বেকারত্বের জন‍্যেও
বাড়ছে ভাওতাবাজির রমরমা এই রাজনীতি ।
কামাই নাই তাই কি রে ভাই চুপটি থাকে সবাই পাল্লা
দিয়ে সমাজে তাইতো সমানে চলছে দূর্নীতি ।


যারাই করে হামলা উল্টো তারাই আবার দেয় মামলা
ভাগ্য উন্নয়ন দুরে থাক নিজের জীবনটাই তো সামলা !
কি করবে আর বেকার থেকে, তেমনি গড় জীবনটাকে,
কিছুতেই যদি না হয় আর জীবন চলার গতি।
দেখো কোটকাচারীর বাড়ছে ভীড়, উকিলদেরকে সবে
মানছে পীর, তাই শিখো নাও ভাই ওকালতি ।


নিজেও পাবে যে হামলা মামলা থেকে আপাত রেহাই
ভয়ে হোক কিংবা সম্মানে বলবেও তোমায় দাদাভাই ।
নইলে এ দেশে স্বস্তিতে বাস করার আর দেখি না তো
উপায়, ধরেও রাখতে পারবে না সহায় সম্পত্তি ।
না করলে তুমি সরকারি দল, তোমার কেড়ে নেবে সব
সহায় সম্বল, করেও ছাড়বে যে করুন পরিনতি !


এই দেশের রাজনীতি মানুষকে লোভ হিংসায় করে অন্ধ
সরকারি দল না করলে লাখো শ্রমিকের কারখানাও বন্ধ ।
কি হবে হয়ে উদ‍্যোক্তা, শুধু বনে থাকো ভোক্তা, দেখো
না যুব সমাজকে নেশায় করেছে কি দূর্গতি ?
তারা নেশায় না থাকলে বুঁদ, হয় হবে উদ‍্যোক্তা না হয়
ছড়াবে দ্রোহের বুঁদবুঁদ, তাইতো নিষ্ঠুর এ রীতি !


তাই শিখে নাও ভাই সবাই শুধুই ওকালতি আর ওকালতি ।