যখন কিনা স্বৈরাচারীতা লুটপাট আর চরম
মিথ‍্যাচারিতা করে চলে কোন সরকার....
তখন ভাবনা হয় প্রায় প্রত‍িটি জনতার তার
আর একা ভালো থাকার কি দরকার ?


যখন সরকার কতৃক পদ পদবী বগলদাবা
করে যত্ত সব ধান্দাবাজ চাটুকার ।
তখন ভাবনা হয় প্রায় প্রত‍িটি জনতার তার
আর একা ভালো থাকার কি দরকার ?


যখন অন‍্যায় করেও সরকারি লোকজনদের  
আইনের আওতায় এনে হয় না বিচার ।
তখন ভাবনা হয় প্রায় প্রত‍িটি জনতার তার
আর একা ভালো থাকার কি দরকার ?


সরকার থাকতেও ঐ ব‍্যবসায়ীরা কারসাজি
করে মূল্য বৃদ্ধি করে বারংবার ।
তখন ভাবনা হয় প্রায় প্রত‍িটি জনতার তার
আর একা ভালো থাকার কি দরকার ?


হচ্ছেই যখন টাকা মামা চাচা আর ক্ষমতার
জোরে চাকরি, মূল‍্যায়ন হয় না যোগ‍্যতার ।
তখন ভাবনা হয় প্রায় প্রত‍িটি জনতার তার
আর একা ভালো থাকার কি দরকার ?


আজকে আমরা এতো শত দোষ দেখছি যে
আমাদের এই আপামর জনতার ।
একটি বারও কেউ কি ভাবে কেন কিভাবে
করছে জনতা অন‍্যায় অনাচার ?


এসকল সমস‍্যার জন‍্য কেউ কি খুঁজি উৎস
আসলে কোথায় তার ?
জনতার চরিত্র মাধূর্য‍্য হয় কি করে যদি ঐ
সংসদই হয় অন‍্যায়ের সুতিকাগার ?


রচনাকালঃ- সকাল ৭:৩৮টা, মঙ্গলবার, ২৭ বৈশাখ ১৪২৯, ৮ শাওয়াল ১৪৪২, ১০ মে ২০২২, মিরপুর, ঢাকা ।