এবারের করোনার মহামারি হতে
আমাদের হবেই কিছু শিক্ষা নিতে  
যত আছেন দেশবাসী পাড়াপড়শি
আত্মীয় পরিজন ভাই বোন বন্ধু চাচা-চাচি ।


পরিস্থিতি দেখে খাটাবো জ্ঞান বুদ্ধি
হুজুগে বাড়াবো না পণ্যে মূল্য বৃদ্ধি
অযথা আতংকে হবো না হতদ্দোম
কোন গুজবে কর্ণপাতে করবো না নাচানাচি ।

নিজ শরীর ঘরবাড়ি এবং আশপাশ
পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো বারোমাস
যত্রতত্র ফেলবো না ময়লা কফ থুতু
রুমালবিনা দেই না যেন কখনো কাশি হাঁচি ।


পরিচ্ছন্ন জাতি হিসেবে নিই শপথ
এছাড়া ভালো থাকার নেই যে পথ
সর্ব জনে থাকি যেন সদা সচেতন
সাথে অন্যকে বাঁচাই নিরাপদে নিজেও বাঁচি ।


  
রচনাকালঃ- সন্ধ্যা ৭.৩৫টা, রবিবার, ১৫ চৈত্র ১৪২৬,
৪ শাবান ১৪৪১, ২৯ মার্চ ২০২০, মিরপুর, ঢাকা ।  


নিজে ভালো থাকতে এবং অন্যকে ভালো রাখতে হলে জানতে সঠিক প্রক্রিয়া
তাই এই সাইটগুলো ভিজিটের জন্য সুহৃদ সকল কবি ও পাঠক বৃন্দদেরকে অনুরোধ করলাম ।


করোনাভাইরাস সচেতনতায় করণীয় - শ্রদ্ধেয় গুরুজী
http://url.qm.org.bd/corona/ltr1
[ভিডিও]: আতঙ্কিত হওয়ার কিছু নেই
http://url.qm.org.bd/corona/vdo1
[অডিওসহ বক্তব্য]: করোনা সংক্রমণ : প্রচার ও বাস্তবতা || কোয়ারেন্টিন : নতুন উপলব্ধির পথ
http://url.qm.org.bd/corona/spc2
[অডিওসহ বক্তব্য]: করোনা-আতঙ্ক থেকে মুক্ত হোন আমরা আপনার পাশে আছি
http://url.qm.org.bd/corona/spc1