সোনার বাংলার সুর্য‍্য সন্তান আমি অদ‍ম‍্য
অপরাজেয় বীর বাঙালি ।
তোরা দস্যু বর্বরতায় অভিজাত বনে ফের
আমাকেই বলিস কাঙালি ?
ভাগ‍্য সুপ্রসন্নে তোদের পূর্বসূরিরা ছিল তো
মোদের দারোয়ান নয়তো বাগান মালি !
ওরে নব‍্য ধনী ছোট লোকের বাচ্চারা তোরা
আমায় মিসকিন বলে দিস নারে গালি ।
যতক্ষণ আমার দেশ করিসনি লুট ততক্ষণ
তোদের দিন যেত দিয়ে জোড়াতালি ।
উৎপাদন বলতে তেমন কিছু কিইবা হতো
তোদের, দেশ ভরা ছিল তো কাঁকড় বালি !
যখন মোদের বড় বড় প্রাসাদ ছিল তোদের
তো ছিল কুঁড়েঘর ছন পাতার চালি ।
তোরা মুখোশ পড়ে সভ‍্য সেজে বৃথাই চেষ্টা
করিস নারে আমার মুখে দিতে চুনকালি ।
সোনার বাংলার সুর্য‍্য সন্তান আমি অদ‍ম‍্য
অপরাজেয় বীর বাঙালি ।
যদিও আমার এক হাতে ভরা থাকে সন্দেশ
মিষ্টি আরেক হাতে ফুলের ডালি ।
তবুও প্রয়োজনে শাণিত কৃপাণে অসুরদের
অভিলাষ করে ফেলি ফালি ফালি ।
সোনার খনি না থাকে নাই থাকুক, মাঠ ভরা
সোনালী শস‍্য দিনগুলো যে রাখে সোনালী ।
নদী নালা ও খাল বিলেই মেলে সাদা সোনা
মৎস রাজ ইলিশও স্বপ্ন দেখায় রুপালি ।
ওরে নব‍্য ধনী ছোট লোকের বাচ্চারা তোরা
আমায় মিসকিন বলে দিস নারে গালি ।
রক্তে কিনেছি দেশ তবু করিনা বিদ্বেষ শত্রুর
দেহেও প্রস্তুত দানে আমার রক্তনালী ।
সোনার বাংলার সুর্য‍্য সন্তান আমি অদ‍ম‍্য
অপরাজেয় বীর বাঙালি  ।


রচনাকালঃ- রাত ১০:০০টা, শনিবার, ২০ কার্তিক ১৪২৯, ৫ নভেম্বর ২০২২, মিরপুর, ঢাকা ।