আলুর আকাশচুম্বী মূল‍্যবৃদ্ধি বলেই
গ্রামে আলু বুনতে গেলাম ।
দু চার জনেরও কর্মসংস্থান করতে
সৃষ্টি তাদের সাথে নিলাম ।


আমি একা করলাম প্রায় সবকিছুই
ওরা করল না তেমন কিছু ।
শুধু জ্বী হুজুর জ্বী হুজুর মুখে বলতে
বলতে আমার ঘুরল পিছু পিছু ।


চাষবাস সার বিষ সমস্ত কিছুই দিয়ে
যখন আমি জমি তৈরী করলাম  ।
হাভাতে হতদরিদ্রদের জ্ঞানকাণ্ডগুলো
দেখে যেন আকাশ থেকে পড়লাম ।


ওদের জন‍্যই আনা আলুর বীজগুলো
সব নিয়ে ওরা খেয়েছে তরকারি ।
ঐ হতভাগারা মোটেও বুঝল না হায়
তা তাদেরই ছিল কত দরকারি !


ওদের শুধু দিনের দামটুকুই প্রত‍্যাশা
বলে দিন আসেনা কোনদিন ।
ওরা দরিদ্র বলেই তো দরিদ্র জীবনও
ওদের সুদূর প্রসারী স্বপ্নহীন ।


রচনাকালঃ- রাত ৮:৪২টা, বৃহস্পতিবার
৮অক্টোবর ২০২০  ঠাকুরগাঁও হতে ঢাকা ফিরতে
বাস ভ্রমণকালে ।