আজকের সমাজটার নষ্টের মূলে সুদ আর ঘুষ
পেছনে দায়ী নারীই কিন্তু, সামনে শুধু পুরুষ ।
যে নারীর প্রণোদনায় পুরুষ হতো সুপ্রতিষ্ঠিত
সে নারীর প্ররোচনায় আজ পুরুষ দূর্নীতিগ্রস্থ ।
নাটক সিরিয়াল দেখেনা এমন নারী প্রায় নাই
তাদের আকাশ কুসুম চাহিদাও বেড়েছে তাই ।
কি করে হবে চাহিদা পূরণ ? তারা তা ভাবেনা
কথা মতো না দিলে সব, কেউ তাদের পাবেনা ।
বাধ‍্য হয়ে অবৈধ উপায়ে উপার্জন করে পুরুষ
তাই উপার্জন চিন্তায় সে হারিয়েছেও জ্ঞান হুশ ।
নারী পুরুষের বহুবিবাহে গড়ে প্রবল প্রতিরোধ
কিন্তু দূর্নীতিবাজ স্বামীকে নিয়ে করে গর্ববোধ ।
নারী যখন সমাজে হয়ে উঠে এমনি লোভাতুর
অশনিসংকেত, সমাজ ধ্বংস হতে নেই বহুদূর ।


রচনাকালঃ- রাত ৯.৪৯টা, শনিবার, ৯ শ্রাবণ ১৪২৮, ২৪ জুলাই ২০২১, মিরপুর, ঢাকা ।