জীন ভূতে ধরা মানুষদের অস্বাভাবিকত্ব
একবার দেখলেই ঠিক বুঝা যায় ।
শয়তানের শিরোমণি ইবলিশ যদি ধরে
যে কারো পক্ষে তা বুঝা বড় দায় ।


তাবিজ কবজে জীন ভুত একবার গেলে
খুব একটা ফিরে আসে না আর ।
তবে ঐ অভিশপ্ত শয়তান ছেড়ে যায় না
চিরতরে সে ফিরে আসে বারেবার ।


কেঊ যদি তার ধোকায় পড়ে একেবারে
হয়ে যায় তার চেতনায় অন্ধ ।
সুবোধ বুদ্ধি তার কিছুতে আসে না আর
ঐ চর্চাই যেন চিরতরে হয় বন্ধ।


এক পা দু পা করে পাপের পথে যেতে
যেতে যায় যখন পাপের পুরীতে ।
মননে মগজে পাপ ছাড়া ভাবতে পারে
না তারা মন্দটা যায় কি এক তুরিতে ?


রচনাকালঃ- রাত ১১.৩৪টা, শুক্রবার, ০৪/১২/২০২০
ঠাকুরগাঁও হতে বাসযোগে ঢাকা ফেরার পথে ।