সব সময় সমাজের গুণীজনে কয়
পাপকে ঘৃণা কর কভু পাপীকে নয়
কিন্তু আমরা পাপীকেই করছি ঘৃণা
বুঝি না তাতে নিজেরই ক্ষতি কিনা ?
বিবেক যাদের পুরো অন্তসার শুন‍্য
তাকে পাল্লায় তুলে নিজে হই পূন্য ।
ভাবি না মানুষ যে কত সম্ভাবনময়
এক জীবনেই মানুষ কতকিছুই হয় ।
এক জীবনে যে ছিল ডাকাত খুনি
ধর্মে কর্মে সেই পরে দরবেশ গুনী ।
আল্লাহ্ যাকে মাফ করে হয় খুশি
তার উপর তবে কেন ক্ষোভ পুশি ?
পাপের জন‍্য নিরন্তর অনুশোচনায়
কেউ পূন‍্যলাভের দিশা খুঁজে পায় ।
কেউ বরং হয়েও উঠে মহান মানব
দমন করে সমাজের যত দুষ্ট দানব ।
অথচ তার ঘৃণাকারীরাও করে পাপ
শেষে দোখজের আগুনে দেয় ঝাঁপ ।
আল্লাহ্ যখন নিজে পাপ ক্ষমাকারী
তাই যেন পাপীকে ঘৃণা করা ছাড়ি ।
নিজে পাপ করা হতে রবো বিরত
প্রভুর করুণা নিতে থাকি ধ‍্যানরত ।