বিজ্ঞাপনে বহুদিন বাজিমাৎ করেই
চলেছে সুপ্রতিষ্ঠিত ঘটক পাখিভাই ।
প্রচার প্রচারণায় পাল্লাদিয়ে পত্রিকা
কি টিভি মিডিয়া দখল তার সবটাই ।


শিক্ষিত সুদর্শন স্মার্ট ছেলের পাত্রী
কিংবা এক সুন্দরী মেয়ের পাত্র চাই ।
অথচ এখন হোক গ্রামে কি শহরে  
যুগলবন্দী দেখি সব ছেলে মেয়েরাই ।


তবুও কেন ঘটক পাখি ভাইয়ের মত
লাখো মানুষ ব্যবসা করছে এমনটাই ?  
আসলে পাত্রপাত্রীর হাহাকার বাজার
কারো যোগ্য-সুযোগ্যা পাত্রপাত্রী নাই !


তবে কেন এত লাইলী-মজনুর প্রেমে
মজে দিওয়ানা মস্তানা জগতে সবাই ?
প্রেম-প্রীতির উদ্দেশ্য কি আধুনিকতার  
দোহাই দিয়ে মউজ মাস্তি মজামারাই ?


ও........প্রেম করতে পটু সবে কিন্তু
বিয়ের দায়িত্ব নিবে না কোন মশাই !
মোটে দু টাকা দেওয়ার মুরোদ নাই
সাজবে শুধুই কিল দেওয়ার গোসাই !  
    


রচকালঃ- সকাল-৯টা শুক্রবার, ২২ জ্যৈষ্ঠ ১৪২৭,
১২ শাওয়াল ১৪৪১, ৫ জুন ২০২০, মিরপুর, ঢাকা ।