পেঁয়াজের বড় ঝাঁজ গো দাদা
পেঁয়াজের বড় ঝাঁজ ।
পেঁয়াজের কারসাজিতে এখন
অস্থির এ বাংলা সমাজ ।


মুসা (আঃ) এর মান্না সালওয়া
যেখানে সবাই খেত আজ ।
এবার কাঁদো হে পাপী বান্দারা
চেয়েছিলে যে রসুন পেঁয়াজ !

পনের টাকার পেঁয়াজের পনের
গুন দাম নিয়ে করছে রাজ !  
দেশ চালাতে সরকারের কোন
যন্ত্রই এতে করছে না কাজ ।


পেঁয়াজ বেপারিরাই যে এদেশে
দণ্ডমুণ্ডের বাদশা বেতাজ !  
জনতার পকেট কাটতে এদের
নেই জুড়ি নেই কোন লাজ !


এরা ভেজালও বেঁচে ওজনেও
কমে করে ব্যবসায় বিরাজ ।  
যেন জনতার সব সম্পদ লুটে
আনতে চায় খোশমেজাজ !    


অতিরিক্ত মুনাফা ও সুদ হারাম
মানেনা মোনাফেক ধান্ধাবাজ ।
জনতা নিয়ে নিষ্ঠুরতা করে যারা
তাদের মাথায় পড়ুক বাজ ।


রচনাকালঃ- দুপুর ১.১৩টা মঙ্গলবার, ৪ অগ্রহায়ন ১৪২৬,
২১ রবিউল আউয়াল ১৪৪১, ১৯ নভেম্বর ২০১৯ মিরপুর, ঢাকা ।