( আন্তর্জাতিক ভাবে আজ পালিত হচ্ছে বাবা দিবস । যদিও আমার মত সৌভাগ্যবানদের বাবা দিবস প্রতিদিনই । তবে যে সব হতভাগারা বাবা বেঁচে থাকতেও বছরে ছয় মাসের মধ্যে একদিনও দেখতে পায় না এই বটের ছায়াকে, তাদের জন্য আমার আজ বড় মায়া হচ্ছে এবং খুবই কষ্ট হচ্ছে সেই সব হতভাগ্য বাবাদের জন্যও । যারা স্বীয় সন্তানের শ্রদ্ধা ভালবাসা থেকে বঞ্চিত । আজ আমি এই উভয় হতভাগাদেরকে জানাচ্ছি আমার শুভ কামনা । এমন স্বজন বঞ্চিত যেন আর কেউ হয় না । )


  
তোমারই রক্তবীজে আমার আবির্ভাব
তোমারই ধ্যান জ্ঞান আমাতে প্রভাব
তোমারই কল্যাণে জন্ম দিল বিধাতা
তাই তুমিই যে আমার সর্বস্ব হে পিতা  ।


স্মরি যেন তোমায় সারা জীবন ধরে
মরি যেন তোমারই মুখ উজ্জল করে
তোমারই সততা আমার চলার শক্তি
তুমি তাই হও যাই করে যাবো ভক্তি ।

আমার যত সম্ভাবনা তোমারই জন্য
তোমার শাসন মমতায় হয়েছি ধন্য
জীবনের সর্বাবস্থায় জানাই কৃতজ্ঞতা
হাশরেও তোমায় ভুলবো না হে পিতা ।  


হাশর > ইসলাম ধর্ম মতে পৃথিবী ধ্বংসের পর আবার পুনরুত্থান ঘটিয়ে যেদিন শেষ বিচার হবে সমস্ত সৃষ্টি কুলের সেই দিনটাই হাশরের দিন ।


রচনাকালঃ- ১০.৩৮টা শনিবার ২৮ বৈশাখ ১৪২৬
৫ রমজান ১৪৪০, ১১ মে ২০১৯ মিরপুর, ঢাকা ।