যত সুহৃদগন দিয়ে মন সবার কল্যাণের তরে
অক্লান্ত লিখছে বলছে তো সবে বহু দিন ধরে ।
তবুও কেন দিনে দিনে বিপথগামী এ সমাজ,
এত জ্ঞান বিতরণেও কেন হয়না কোন কাজ ?  


আসলে হে জ্ঞানী নীতির কথা তুমি যতই বল
কেউই মানবে না তা যদি নিজে না মেনে চল ।
আল্লাহ্‌-পাকই তাই বলেছেন আল-কোরআনে  
সে কথা কেউই বল না আগে নিজে না মেনে ।


নবীজিও মিষ্টি ছেড়েছেন তা ভালো না বলতে
আমাদেরও তো উচিৎ তেমনটাই মেনে চলতে ।
কেননা, নিজে শতভাগ নীতি মেনে চলা বিনা
পণ্ডশ্রম, ঐ কথার প্রভাব কারো উপর পরে না ।



রচনাকালঃ- রাত- ১১.৩০টা সোমবার, ৩০ পৌষ ১৪২৬,
১৮ জমাদিউল আউয়াল ১৪৪১, ১৪ জানুয়ারি ২০২০,
মিরপুর, ঢাকা ।