জ্ঞান বুদ্ধি বিদ্যায় সেরা মানুষ,  
দুনিয়ায় খাচ্ছ দাচ্ছ চলছ বেশ ।
বেমালুম ভুলে শুধু তুমি একাই,
বিপন্ন করলে প্রকৃতি-পরিবেশ ?


তুমি ছাড়া কোন প্রানী এতটা
বিপর্যয় সৃষ্টিকারী এমন সর্বভুক ?
আর কোন প্রানী নিজ বাসভুমি,
খাদ্য উৎস ধবংসে এত উৎসুক ?


একটা গোটা গ্রহই গিলে খেয়ে
তুমি, মহাশুন্যেও হাত বাড়ালে ?
তবুও তোমার শ্রেষ্ঠ জীবের ঐ
তকমাটা কেন সাঁটানো কপালে ?  


তোমার জন্য ওজোন স্তর হতে
সমুদ্র তলদেশ সবি হচ্ছে ধ্বংস ?
আগামী শত বছর পর কি করে
টিকে থাকবে তোমার গুষ্টি বংশ ?


তাই এসো সবাই সুন্দর এ ভবে
যদি আরও কিছুদিন বাঁচতে চাই ।
আগে মানুষ হই তবেই মনুষ্য এ
গ্রহের প্রকৃতি ও পরিবেশ বাঁচাই ।


রচনাকালঃ- বিকাল-৫.৫১টা শুক্রবার , ২২ জ্যৈষ্ঠ ১৪২৭,
১২ শাওয়াল ১৪৪১, ৫ জুন ২০২০, মিরপুর, ঢাকা ।