( গত কালকের পরিবেশ দিবস প্রসঙ্গে )


আজকের এই বিশ্ব পরিবেশ দিবসে
            মনের হরষে
আমি জ্বালাই আমার ইটের ভাটা
           কি যায় আসে !
একটি ভাটা জ্বালাতে লাগে যতটা
হাজার শত লাগুক ততটা গাছ কাটা !


তোমাদের এই পরিবেশ দিবসে
            মনের হরষে
আমি রাস্তায় ফেলি পলিথিন
              কে খুঁজে ?
কোথায় তোমার কিসের ডাস্টবিন ?
যেহেতু আমি শিক্ষিত এবং সৌখিন !


তোমাদের ঢঙ্গের এই পরিবেশ দিবসে
             মনের হরষে
আমি কারখানার করি কালো ধোঁয়া নির্গমন
              তাতে কি ?
আমিই তো করছি সারা বিশ্ব শাসন ।
সবার উর্দ্ধে সজ্জিত আমারই আসন !


তোমাদের এই পরিবেশ দিবসে
             মনের হরষে
বর্জ্য ফেলে পানিকে আমি করছি দুষিত
              করবই তো
আমার দ্বারা তো স্বজাতিও হচ্ছে কুলষিত।
তবুও আমি সদা হচ্ছি স্বসম্মানেই ভূষিত !


সবার সাধের এই পরিবেশ দিবসে
              মনের হরষে
আমি চালাচ্ছি বাণিজ্য টেলিকমিউনিকেশন
               কি লাভ ?
আমার বিরুদ্ধে কোন খবর করে পরিবেশন ?
দিব্যি আমি তো করেই যাচ্ছি জনস্বাস্থ্যের ক্ষতি সাধন !  


তোমাদের পুজার এই পরিবেশ দিবসে
               মনের হরষে
আমি করছি যা তোমরা তাতে কিচ্ছু করতে পারবেনা ।
আরে, পরিবেশের ছাড়পত্রটা যে আমার চড়াদামে কেনা !