কনকনে এক শীতের দেশে
বরফাচ্ছাদিত ওই পরিবেশে
একজন অশীতিপর বৃদ্ধ ঘুরে দিব্যি গরম পোশাক ছাড়া
দয়ালু এক ব্যক্তি দেখে বলে আহা উনি যে পড়বে মারা !


এগিয়ে গিয়ে বলছিল তাকে
শীত করে না এই পোশাকে
আসুন আমার সাথে আপনাকে গরম কাপড় কিনে দেই  
দয়ালু ব্যক্তিটি তাকে বসিয়ে রেখে ছিল দিনমান ভুলেই ।


বৃদ্ধ এতদিন ছিল তার মত
শীত নিয়ে ভাবেনি অতশত  
যেই না গরম কাপড় পাবার আশ্বাসে হলেন পর নির্ভর
শরীরও তার আগের অবস্থা ভুলে আর সইছিলনা তর ।


অবশেষে সেই একই শীতে
আর পারেননি টিকে থাকতে
গেলেন মরে, তাই পরনির্ভরশীল কেউ যদিবা হয়ে পরে
স্বীয় জ্ঞান বুদ্ধি উদ্যম হারিয়ে এমনি অসহায় হয়ে মরে ।    


রচনাকালঃ- সন্ধ্যা ৭.০৯টা, সোমবার, ২৯ অগ্রহায়ণ ১৪২৭,
২৮ রবিউস সানি ১৪৪২, ১৪ ডিসেম্বর ২০২০, মিরপুর, ঢাকা ।