কেন যে বন্ধু তোমার প্রেমে হাবুডুবু খেলাম
এত্ত হাবুডুবু খেলাম ।
প্রেমিক না হয়ে দেখি তোমার গোলাম হয়ে
গেলাম আমি গোলাম হয়ে গেলাম ।
প্রেম প্রীতি আর করবো না ভাই আমি তাই
জানাই সেলাম তোমায় সেলাম ।


প্রেমিক তোমার সেজেছি বলে সদাই দিয়ে
গেলে কত না ফরমায়েশ ।
তারই জোগান দিতে দিতেই দেখি আজকে  
হয়ে গেলাম শেষ আমি হয়ে গেলাম শেষ ।  
এত দিনের এই প্রেমে তোমার খোটা ছাড়া  
বলতো আমি আর কি পেলাম ?
প্রেম প্রীতি আর করবো না ভাই আমি তাই
জানাই সেলাম তোমায় সেলাম ।


কেন যে বন্ধু তোমার প্রেমে হাবুডুবু খেলাম
এত্ত হাবুডুবু খেলাম ।
প্রেমিক না হয়ে দেখি তোমার গোলাম হয়ে
গেলাম আমি গোলাম হয়ে গেলাম ।
প্রেম প্রীতি আর করবো না ভাই আমি তাই
জানাই সেলাম তোমায় সেলাম ।


নিজের মত করে মোটেও পারছি না যে আর
খেতে পড়তে চলতে ।
পারছিনা আর জীবনের যত সুখ দুঃখের কথা
মন খুলে বলতে ওগো মন খুলে বলতে ।
তার আগে তো আমি যে কত নিজের মতো
বড়ই স্বাধীনচেতা ছিলাম ।
প্রেম প্রীতি আর করবো না ভাই আমি তাই
জানাই সেলাম তোমায় সেলাম ।


কেন যে বন্ধু তোমার প্রেমে হাবুডুবু খেলাম  
এত্ত হাবুডুবু খেলাম ।
প্রেমিক না হয়ে দেখি তোমার গোলাম হয়ে
গেলাম আমি গোলাম হয়ে গেলাম ।
প্রেম প্রীতি আর করবো না ভাই আমি তাই
জানাই সেলাম তোমায় সেলাম ।


বাবা-মায়ের ছায়া থেকে আমায় সরিয়ে তো
চিরতরে নিলেই নিলে ।
তবু তাদের শুঁয়োর কুকুর বলে আহা ! কুশ্রী
গালাগালি দিলে কত গালাগালি দিলে ।  
ভালোবাসা তো নয় রে বন্ধু যেন ঐ হাবিয়া
দোজখ ঘুরে এলাম ।
প্রেম প্রীতি আর করবো না ভাই আমি তাই
জানাই সেলাম তোমায় সেলাম ।  


কেন যে বন্ধু তোমার প্রেমে হাবুডুবু খেলাম
এত্ত হাবুডুবু খেলাম ।
প্রেমিক না হয়ে দেখি তোমার গোলাম হয়ে
গেলাম আমি গোলাম হয়ে গেলাম ।
প্রেম প্রীতি আর করবো না ভাই আমি তাই
জানাই সেলাম তোমায় সেলাম ।


স্মর্তব্য- এমনটা আমি হামেশাই দেখছি আমার অনেক ঘনিষ্ঠজনের মাঝে যার অভিজ্ঞতা দিয়ে এই লেখা । তবে আমার জীবনে এমনটা ঘটার শঙ্কা নেই । আমি ভালো আছি সবাই দোয়া আশীর্বাদ করবেন আজীবন যেন ভালো থাকতে পারি ।


রচনাকালঃ- দুপুর ১২টা রবিবার ২ অগ্রহায়ণ ১৪২৬,
১৯ রবিউল আউয়াল ১৪৪১, ১৭ নভেম্বর ২০১৯ মিরপুর, ঢাকা ।