প্রিয়জন, সবটুকু ভালোবাসা পেতে বুঝি মাঝেমধ্যে
তোমার একটু আধটু অসুস্থ হওয়াও প্রয়োজন  ।
নচেৎ ব্যস্ততা দিনে দিনেই যে ব্যবধান গড়ে দিচ্ছে
ভালোবাসা পেতে তাই চাই এমনই আয়োজন  ।


অসুস্থতার দিনে স্বজন প্রিয়জন বিনে কেউ থাকেনা
তেমন কোথাও উপেক্ষিত কিংবা অবহেলিত  ।
সবারই খোঁজ খবরে সৌহার্দ্য সম্প্রীতি মমতা আর
সহানুভূতিতে স্বর্গীয় সুখে মন হয় উদ্বেলিত  ।


অসুস্থতা সব সময় না কাড়লেও প্রাণ বরং মজবুত
করে ঈমান তাই তারও আছে অনেক অবদান  ।
শরীরেও বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা, সবে বুঝি
তখন সুস্থতার মর্ম জানি কেমনে আসে নিদান  ।


তবে হে অসুস্থতা, তুমি এমনিভাবে কখনো এসো
মোর শরীরে প্রিয়জনের ভালোবাসা পেতে  ।
অন্তত অতটুকু সময় প্রিয়জনের নিবিড় পরিচর্যায়
আর মমতায় তো আমি খানিক থাকবো মেতে  ।


☆ আমাদের আসরের সবার ভালোবাসার প্রিয় পাত্র কবি ফারহাত আহমেদ সম্প্রতি সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়ে পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আছেন । কবিতাটি তাকে উৎসর্গ করলাম  । আমরা তার আশু সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করবো  ।


রচনাকালঃ- বিকাল ৩.৪৭, বুধবার, ২৫/১১/২০২০ ঠাকুরগাঁও  ।