প্রবাসী ও প্রবাসী.........
তোমায় আমি ভালোবাসি
বড্ড বেশী................


শপে দিয়ে দেহ মন প্রান
বাড়াও তুমি দেশেরই মান
ঘাম ঝরিয়ে রক্ত পিষে
রেমিটেন্সে রাখ যে অবদান ।


স্বজন বন্ধু স্বদেশ ফেলে
কাজ করছ হেসে খেলে ।
হৃদয়টা বানিয়ে পাথর
সেথা থাকো পরে নিথর
মনটা করে উদাসী......  


প্রবাসী ও প্রবাসী.........
তোমায় আমি ভালোবাসি
বড্ড বেশী................


দেশে পাঠাতে অর্থ কড়ি  
ভিটে বেঁচে দালাল ধরি
সাগরে পাহাড়ে জংগলে
তুমি নিখোঁজ থাকো মরি ।  


মা মাটির ছোঁয়া বিহীন
কষ্টে কাটিয়ে নিশিদিন ।
স্বজন বন্ধু দেশের তরে
ক'জনা ভাই ত্যাগ করে  
হয়ে কষ্ট বিলাসী.........


প্রবাসী ও প্রবাসী.........
তোমায় আমি ভালোবাসি
বড্ড বেশী................

রচনাকালঃ- রাত ১০.৩৩টা রবিবার
৬ শ্রাবন ১৪২৬ , ১৭ জিলকদ ১৪৪০,
২১ জুলাই ২০১৯, মিরপুর, ঢাকা ।