স্বীয় সংস্কৃতি পায়ে মাড়িয়ে
ধ্বংস স্তুপ সমাজে দাঁড়িয়ে
মোদের আহ্লাদি প্রজন্ম বিকৃত ঢঙ্গে হাসে  ।
জাহেলি উন্নাসিকতা ছাপিয়ে
উন্মুক্ত বক্ষে বেড়ায় দাপিয়ে
ঐতিহ্য ইতিহাসে পিণ্ডি চটকায় উপহাসে ।


ভাঙ্গে সমাজের লালিত কৃষ্টি
উগ্র আধুনিকতার কিবা সৃষ্টি
তবুও ওয়েস্টার্ন কালচারেই খুঁজে জীবন ।
যত বিরক্তি ক্ষোভ শান্তি ধর্মে
শ্রদ্ধা ভক্তি নেই বাবারও কর্মে
শৌচকর্মসহ সর্বত্র চাই প্রযুক্তির আলিঙ্গন  ।


জনগণ ঠকিয়ে ওরা লালিত
পোল্ট্রির ন‍্যায় যত্নে পালিত
যাদের বপুর বোঝা বহে পরিবার ও জাতি ।
সুখভোগে সর্বদা থাকে মত্ত
আটপৌরের সমাজে বিরক্ত
এরা ধরলে দেশের হাল হবে নাকি দূর্গতি ?


রচনাকালঃ- ১১.০৬টা, সোমবার, ৬ বৈশাখ ১৪২৯, ১৮ রমজান ১৪৪২, ১৯ এপ্রিল ২০২২, মিরপুর, ঢাকা  ।