প্রকৃতিতে একটি বীজ বুনলেই যদি মহীরুহ হয়ে তা
অনন্তকাল অগণিত ফল দিয়ে যায়........
প্রকৃতির আইন তাই, তুমি তার মাঝে দেবে যা সেও
দেবে তা কয়েক গুনে ফিরিয়ে তোমায় ।
মানুষকে তাহলে কতটা হিসেব কষে ভেবে চিন্তে
বলা চলা করা উচিৎ ছিল এই ধরায় ?  
প্রকৃতির নেই পক্ষপাতিত্ব নেই স্বজনপ্রীতি ঠিক যেন
একটি সফটওয়্যার সৃজিয়াছেন বিধাতায়........


দুই গুন দুই সমান চার দেখাবে সফটওয়্যার বিধাতা
প্রকৃতিকেও সৃজিয়াছেন সেই নিয়মানুবর্তিতায়।  
প্রকৃতিতে কি রাখবে অবদান, সে দেবে কি প্রতিদান
হে মানুষ সদা হিসেব করে চল এই ভাবনায় ।
প্রকৃতিতে সবাই চলে তার নিয়ম মেনে, শুধু মানুষই
তার ব্যত্যয় ঘটায় পাছে নিপতিত হয় দুর্দশায় ।
আর নিরপেক্ষ প্রভুকে তখন যত রকম দোষ চাপায়
করে হায় হায় আর তার কপাল চাপরায়.........।  


রচনাকাল- রাত ৭.৩০টা, বৃহস্পতিবার
২৭/১০/২০১৬ মিরপুর, ঢাকা ।