পুরুষত্ব আর মনুষ্যত্ব সাথে রাখা বড় দায়
যদি না থাকে জ্ঞান ।
সেই আলোকিত জ্ঞান অর্জন অসম্ভব প্রায়
যদি না করে ধ্যান ।
ধ্যান বিনা সুস্বাস্থ্য সাফল্য প্রশান্তিও হারায়
হারায় অর্জিত সম্মান ।
জাগতিক জীবন যুদ্ধের যাতাক্লিষ্টের যন্ত্রণায়
ওষ্ঠাগতও হয় প্রাণ ।
সব আশা আকাংখাই পরিণত হয় হতাশায়
ব্যর্থতায় জীবনাবসান ।
কসুর হীন অসুরশক্তি অনিয়ন্ত্রিত রেখে গায়
হয়না যে আত্মনির্মাণ ।
তাই পুরুষজাতি যদি আত্মঘাতি হতে না চায়
পাবে ধ্যানমগ্নেই পরিত্রাণ ।


রচনাকালঃ- দুপুর ১২.০৩টা রবিবার ৮ বৈশাখ ১৪২৬,
১৪ শাবান ১৪০ ২১ এপ্রিল ২০১৯ মিরপুর, ঢাকা ।