রাজাকার, তোরা আর বাড়িস নারে বাড়  
আমি হেথা জন্মেছি হেতু এদেশ আমার
কারো ইচ্ছায় আসিনি ইচ্ছা শুধু আল্লাহ্‌র  
আমি চাইনা ভেদ, চাই না অশান্তি আর ।
  
আল্লাহ্‌ আমায় পাঠিয়েছেন হতে সবার
তিনি বলেননি শুধু মুসলিমদের দেখার
বলেছেন প্রতিবেশীর সবে কর উপকার
তাদেরকে অভুক্ত রেখে করনা পানাহার ।  


বলেছেন আরও এমতিমের দায় নেবার
না করেন কারো দেবতাকে গালি দেবার ।
তাদের মুসলিম হতে হবে বলেননি তা  
আমি তাই হতে চাই যে সবাকারই ভ্রাতা  ।
  
মুক্তিযোদ্ধা, তোমরাই দেশ উদ্ধার কর্তা
মানি সেই নিদানকালের তোমরাই ত্রাতা  
ভরা যৌবনেও যে ডরাওনি মৃত্যুর বার্তা
তবে আজও চাই সেই মহাত্মার পবিত্রতা  ।


শ্রদ্ধাভরে দেখতে চাই সে-ই সাত্বিকতা
আর নেই দরকার হতে বিতর্কিত নেতা
চাইনা ভূলুণ্ঠিত হোক এই আদর্শিকতা
চাই তোমাদেরকে হৃদয়ে রাখুক জনতা  ।


রচনাকালঃ- রাত ১২.৫৪টা মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪২৭,
৮ শাওয়াল ১৪৪১, ৯০ জুন ২০২০, মিরপুর ,ঢাক ।