রাজা বাদশা সম্রাট সুলতানেরা রাষ্ট্র পরিচালনায়
অবলম্বন করেছে যে নীতি সেই তো রাজনীতি ।
কিন্তু হায়! আজ সেই রাজা বাদশারা সব নিলেও
বিদায়, তবে কেন এখনও রয়েছে সেই নীতি ?


গণতন্ত্র নাকি মানবতা মুক্তির মূল মন্ত্র, তবু কেন
হেথায় চলে ঐ রাজাদেরই রেখে যাওয়া রীতি ?
আজ তারা বেঁচে নেই অথচ ভিখারির সন্তানেরাই  
তাদের পাদুকা পায়ে গলে করছে কতনা কীর্তি ।


যাদের ছিলনা ঐতিহ্য ইতিহাস, জনতার ভাগ্যের
কি পরিহাস, আজ তারাই মসনদে করছে ফুর্তি !
তাদের স্বার্থ চরিতার্থে; কোন কিছুই করতে করে
না কার্পণ্য, করে যাচ্ছে আকণ্ঠ স্বেচ্ছাচারী কুকীর্তি ।  


অনন্তকালে যেন রাজার হালে করতে পারে দিন
গুজার, তাকেই ধ্বংস করছে যাকে করে ভীতি ।
ধ্বংস করছে আত্মীয়তার বন্ধন, পরিবার পরিজন,
বিষাক্ত করছে আবহমানকালের ধর্মীয় সম্প্রীতি ।


বরং ঐ রাজা বাদশারা বেঁচে থাকলে হয়তো হত
না এমন অনাচার, হত না সম্পদ পাচার, দুর্নীতি ।  
বল হে জনতা, তোমার হাতেই নাকি সব ক্ষমতা,
কিন্তু তোমার আজও হয়েছে কি কিঞ্চিতও মুক্তি ?  
  
রচনাকালঃ- সন্ধ্যা ৭.০৯টা শুক্রবার, ৯ কার্তিক ১৪২৬,
২৫ সফর ১৪৪১, ২৫ অক্টোবর ২০১৯, মিরপুর, ঢাকা ।