ওহে সকল সৌভাগ্যবান সারা দুনিয়ার মুসলমান
তোমাদের আবারও ছুঁইল হে পবিত্র মাহে রমজান
লুফে নাও লুফে নাও এর অশেষ রহমত বরকত
যারা খুঁজিতেছ পথ, করিতেছ পাপ মুক্তির সন্ধান !  


প্রতি ফরজে এমাসে পাবে সত্তর গুন বেশী সওয়াব
প্রতি নফলে ফরজের সমান সওয়াবে হও কামিয়াব
যত বেশী ভালো কাজ কর সবে আজ লোভ লালসা
ক্ষোভ হিংসা পরিত্যাগে প্রতিবেশীর সনে গড় স্বদ্ভাব ।


তোমাদেরই মহা কল্যাণের তরেই তো রমজান এল
সেই দুর্ভাগা যে সুস্থ হয়েও এ সময় পেট পুরে খেল
রোজার উপকার প্রকাশে জাপানি বিজ্ঞানী ইউশিনোরি
ওশুমি ২০১৬ সালে যে এ গবেষণায় নোবেলও পেল ।    
  
শুন্য পাকস্থলীতে নিঃসৃত পাচক রস খাদ্য না পেয়ে
সে থাকবে না কারো অপেক্ষায় আগ্রহে পথ চেয়ে
শরীর রাখতে রোগ মুক্ত বছর ব্যাপী জমানো টক্সিন
চর্বি মৃত কোষ অটো ফেজিং প্রকৃক্রিয়ায় নেবে খেয়ে ।


তোমাদের অফুরান কল্যাণের তরেই এল এ রমজান
সবাইকে সত্যের পথে ফিরতে করছে আকুল আহ্বান
নামাজ যাকাত কায়েম কর আত্মীয়ের সাথে সুসম্পর্ক  
গড় অস্বাস্থ্যকর খাদ্য পরিহারে কর বেশী বেশী দান
তবে অবশ্যই আল্লাহ্‌ পাক মোদের করবেন পরিত্রাণ ।  


তথ্য সূত্র- কোয়ান্টাম মেথড  www.quantummethod.org.bd


রচনাকালঃ- ৫.৪৭টা শনিবার,  ১২ বৈশাখ ১৪২৭,
১ রমজান ১৪৪১, ২৫ এপ্রিল ২০২০, মিরপুর, ঢাকা ।