শীতের কুয়াশাময় ধোঁয়াশা চাদর অতি আদর করে
জুবুথুবু জরায় ঢেকে রেখেছিল দশদিগন্ত ।
সেই শীত আমারও কাঁপিয়ে ভীত করেছিল নিশ্চল
অথচ আমি কত প্রান চঞ্চল উচ্ছল দুরন্ত ।


আদর না অনাদরের বাড়াবাড়ি থেকে বাঁচিয়ে তারে
লয়ে যে গেল হিমালয়ে অচলাবস্থার ঘটিয়ে অন্ত ।
সেই মহারাজ ঋতুরাজ এল আজ তাই পত্র-পল্লবে
পুষ্প-মুঞ্জুরীতে ধরা সাজিল নব সাজ হল পয়মন্ত ।


প্রজাপতি অলি ছুটিলও কলি কলি চারিদিক মুখরিত  
করা কোকিলের কুহুতানে প্রকৃতি কি প্রানবন্ত !
মন আমার বাঁধভাঙ্গা উল্লাসে হল উল্লসিত নবরাগে
রোমাঞ্চিত আহা আজ চিত্ত কি দারুণ প্রশান্ত !


তুমি এলে তনু মনে জাগিল প্রত্যয় এল উচ্ছ্বাস গেল
সংশয়, রাজা এলে কেউ যেন আর থাকেনা ঘুমন্ত ?  
তোমারও আগমন সাড়া ফেলে নিজকে মেলে সবাই
করে আয়োজন, তুমিই যে ঋতুর রাজা হে বসন্ত !  

রচনাকালঃ- বিকাল ৩.৪৩টা শনিবার ২ চৈত্র ১৪২৫,
৮ রজব ১৪৪০, ১৬ মার্চ ২০১৯, মিরপুর, ঢাকা ।