শীতের জবুথুবু জরা কাটিয়ে ধরা
আজি ধরেছে গান গুন গুন ।
শিমুল পলাশ বনে, মনের গহীনে
আজি আবার এল যে ফাগুন !
প্রায় বছর অপেক্ষার পর ঋতুরাজ
যখন সৌভাগ্যে এসে জুটেছে ।
তখন গাছে গাছে ফুল ফুটেছে নয়
যেন স্বর্গীয় হাসি ফুটে উঠেছে ।
ফাগুন কি শুধুই রবে শিমুল আর
পলাশের আবির রাঙ্গা গৌরবে ?  
কম কি মাতায় আম্র মুকুল বুনো
ফুল জাম্বুরা লেবু ফুলের সৌরভে ?
ওলি খোঁজে ফেরে ফুলকলি চলে
চারিদিক উৎসবের আমেজ ।
ফুলগুলোর পাল্লা দিয়ে পরিস্ফুটন
বীথি কানন পত্র পল্লবও সতেজ ।
ফাগুনের ভরা পূর্ণিমারাতে সখির
সনে বনে বনে ঘুরতে চায় মন ।
মন উচাটন করে ঐ নিরালায় কুহু
কুহু কোকিলার পাগলপারা কুজন ।
এই ফাগুনে সই মেঘলা দিনে স্বপ্ন
ডানায় উড়ে বেড়ানোও মন্দ না ।
মিঠা রোদে রাঙ্গা ঋতুরাজের গেয়ে
শেষ করাও যাবেনা গুন বন্দনা ।
ঋতুরাজ তুমি আজ আরো রাঙ্গিয়ে
দাও সবার অন্ধকারাচ্ছন্ন অন্তর ।
উছলা চঞ্চলা করে দাও ওদেরকে
ভরা যৌবনেও যাদের গতি মন্থর ।


রচনাকালঃ- রাত ১২:৩১টা, মঙ্গলবার, ২মার্চ ২০২১, ঢাকা থেকে ঠাকুরগাঁও ট্রেন যাত্রাকালে ।