জীবনে এল আরেকটি রমজান হে মোমিন
তুমি তো কতনা ভাগ্যবান !
রোজা রাখো পড় নামাজ কর ভালো কাজ
যত খুশি কর যাকাত দান ।

পঞ্চ ইন্দ্রিয়ের করবে সংযম তোমারই তো
হবে কত সতত উপকার ।
কঠোর ভাবে করলে পালন পাবে যেন তুমি
এক নতুন জীবন উপহার ।  

মহাপবিত্র কোরআন নাজিলের আর সংযম
সাধনার এই রমজান মাসে ।
ওহে মোমিন পাল্লা দিয়ে কেন হয়ে ওঠো
কূপমণ্ডূক সম ভোজনদাসে ?


বছরের অনাহারীরা ঝাঁপিয়ে পর ইফতারে
খাও তেল চর্বি সমাহারে ।
জানো না  শুন্য পাকস্থলী অত্যাচারিত হয়
এমন গুরুপাকের আহারে ।


দিনমান উপোষে পাচকরস খাদ্য না পেয়ে
কোষান্তরের টক্সিন ধরে খায় ।
বছরের জমানো শরীরের অধিবিষ দূর হয়
অটোফেজি নামক এই প্রক্রিয়ায় !


নিরামিষ সেহরি তাও স্বল্পাহার খেজুর পানি
ইফতার শেষে রাতের খাবার ।
এভাবে দুই বেলা খেলে রোজায় তৃপ্তি মেলে
যুক্তি আছে খাদ্যে দাম বাড়ার ?


চলবে................


রচনাকালঃ- বিকাল ৪.১৪টা  শুক্রবার ২৭ বৈশাখ
১৪২৬, ৪ রমজান ১৪৪০, ১০ মে ২০১৯ মিরপুর, ঢাকা ।