রমজান মাস
করে সর্বনাশ
বণিক নামের বাটপার ।


মুনাফা করে
বহুগুণ হারে
খাদ‍্যাভাবে রোজাদার ।


দীর্ঘ নিঃশ্বাসে
যায় কি আসে
তাদের চাই শুধু কামাই ।


ধারদেনা করে
মুমিনের ঘরে
কাটায় দূর্ভোগে সবাই  ।


রমজান আসে
বণিকেরা হাসে
রোজাদার পায় যত কষ্ট ।


মুমিনের দেশে
রাক্ষুসের বেশে
মুমিনরাই কেন পথভ্রষ্ট ?


রচনাকালঃ- রাত ১১.৫৭টা, ৪ বৈশাখ ২৪২৯, ১৮ রমজান ১৪৪২, ১৯ এপ্রিল ২০২২  মিরপুর, ঢাকা।