সংযম সাধনার পবিত্র এ মাসে কেন
নাক ডুবিয়ে খাও হে মোমিন ?
খাচ্ছ বলে দিচ্ছে তারা ক্যালসিয়াম
কার্বাইড, ক্যাডমিয়াম, ফর্মালিন ।  


কলা নিয়ে কত ছলাকলা করে তারা  
রাতে ইফতারে এর কি প্রয়োজন ?
এ তো সকালে ডায়মন্ড দুপুরে গোল্ড
কিন্তু রাতে তো খাদ্য নয় পয়জন !  


ইফতারে ভাঁজা পোড়ার সাথে হতে
শীতল ঠেসে খাচ্ছ যে শসা ক্ষীরা ।  
প্রথম দিবসে খাদ্য হিসেবে হীরা সে
রাতে খেলে হয় যে পেটে পীড়া !  


এ মাসে চার পায়ার গোস্ত খেয়না
দোস্ত, হজমে লাগে প্রচুর পানি ।  
উপোষ থাকলে তোমার ভেতরের
পানি শুষে কষ্ট পাবে দেহখানি ।


রোজাতে এক ফরজ নামাজে সতের
তাই শুধু রোজা নয় নামাজও পড় ।
দান করে হও পরিত্রাণ হিসেব কষে
যাকাত দিয়ে ঐ সম্পদও শুদ্ধ কর ।


আত্মশুদ্ধি করণের এ রমজানে দূরে
থাকো সব ভার্চুয়াল ভাইরাস হতে ।
যদি চাও হে মোমিন পরম সৌভাগ্যে
পাওয়া এই মাসে চিরমুক্তি পেতে ।


রচনাকালঃ রাত ১০.৩০ টা মঙ্গলবার ৭ জ্যৈষ্ঠ ১৪২৬
১৫ রমজান ১৪৪০, ২১ মে ২০১৯ মিরপুর, ঢাকা ।