তোদের রং তামাশায়
মন যে আমার আর দেয় না সায় ।
করে শুধু পালাই পালাই
তারে যে সেথায় ধরে রাখাই দায় । ( ২ )


মন তো এখন ব্যাকুল শুধু
কেয়ামতের ভয়াবহ পরিণাম চিন্তায় ।
কোন কিছুতে মন মজে না
তাই, সদাই এই ভয়ে ভয়ে দিনযায় ।  


           ঐ ( ২ )


দু’দিন পরে সবই ছেড়ে  
ভেবেছ কি বন্ধু তোরা যাবে কোথায় ?
তা না ভেবে কত মত্ত রবে
আর এই না সাধের রঙিন দুনিয়ায় ?


সময়ে সম্বিত ফিরে এসো  
দয়াময় পথ চেয়ে আছে সেই আশায় ।
সময় গেলে পথ পাবে না
কাজও হবে, না শুধু করবে হায় হায় !


             ঐ ( ২ )


দম ফুরালে চোখ বুজিলে
সাদা কাফন জড়াবে ঐ মায়ার কায়ায় ।
স্বর্গের টিকেট ছাড়া দিশেহারা
তোরা কি নরকেই যাবে গো নিরুপায় ?


পুণ্যবানেরা পাবে অনন্ত জীবন
থাকবে যে সুখে শান্তির শীতল ছায়ায় ।
পাপীরাও করবে অমরত্ব লাভ
আর জ্বলবে কালো অগ্নির দহন শিখায় ।  


             ঐ ( ২ )


রচনাকালঃ- রাত- ৮.৪৩টা, শুক্রবার, ১৭ ফাল্গুন ১৪২৬,
৫ রজব ১৪৪১, ৩ মার্চ ২০২০, মিরপুর ,ঢাকা ।