৩২।


গড্ডালিকায় গা ভাসাইও না বন্ধু জীবন সায়াহ্ন হবে জীর্ণশীর্ণ
যৌবন মানে ফৌজি জীবন এ সময় খুঁজো না পথ কুসুমাস্তীর্ণ
আজ প্রাতঃ স্মরণীয় হচ্ছে যারা যৌবনকে সাধনা কর্মে উজাড়
করেছে তারা, সে পথেই চলেছে বেশী যে পথ ছিল কণ্টকাকীর্ণ ।


৩৩।


সৎপথে চলে তোমার জীবন আলোকিত করতে চাইলে
লোকনিন্দাকে যদি অবলীলায় তুমি ভুলতে না পারলে
সে পথে চলা হবে তোমার জন্য ঘোরতোর অন্যায় কর্ম
কথাটি সর্বশ্রদ্ধেয় ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর গিয়েছেন বলে ।    


রাত ৮.৪৯টা ২১/০৯/২০১৯ মিরপুর, ঢাকা ।