৩৬।


পুত্রকে অতি আদরে সবাই বাবা ডেকে মাথায় উঠাই
পিতাকে বাবা ডাকা দুরের কথা তারি গৃহে দেই না ঠাই
একটুও ভাবি কি কখনো, বে-ইনসাফে গড়া সেই পুত্রের
হাতে একদিন আমাদেরও যে হবে সেই করুণ দশাই  ।


৩৭।


লোকেরা ক্ষমতা ও প্রতিপত্তি ছাড়া কাউকেই দেয় না দাম
তাতে কি আসে যায় ঐ লোকেরা যদি করে সুনাম বদনাম
ওদের মানুষ ভাবাই তো ভুল শ্রেফ দু পায়া জন্তুই বিলকুল
নির্ভাবনায় থাকতে ওদের মতে পথ চলাই ছেড়ে দিলাম ।


৩৮।


মানুষ হয়ে জন্মালেই কি সবাই হয়ে যায় গো মানুষ
বহু ধ্যান জ্ঞান সাধনা করে আনতে হয় যথাযথ হুঁশ
হিতাহিত হুঁশ ছাড়া, আসলে সবাই পথহারা, মানুষ
নামের এই আমরা যারা, প্রায় সকলেই তো ফানুশ ।  


রচনাকালঃ- দুপুর ২.১৪টা বুধবার, ৭ কার্তিক ১৪২৬,
২৩ সফর ১৪৪১, ২৩ অক্টোবর ২০১৯, মিরপুর, ঢাকা ।