২৬ ।


মাটির উপর হাঁটি কত দাম্ভিকতায় নেই কোন হুঁশ
কেউ বুঝি কখনো ভাবে না যে সে মাটিরই মানুষ
কত ময়লা আবর্জনা পচে গলে এই মাটির ভিতর  
তা থেকে নির্মিত মানুষের কিসের যে এত জৌলুস  ?


২৭ ।


সবার সর্বস্ব লুটে যে গড়ছে অঢেল সম্পদের পাহাড়
ক’দিন বাদেই শুনি ঠিক নেই গো আর নিদ্রা আহার  
লাখো কোটি শত পিশাচের মত শুধু গড়েছে সম্পদ
শেষ কালে স্বজনেরি দ্বারা চলে অশেষ যন্ত্রণা তাঁহার ।  


সন্ধ্যা ৭.২২টা ১৯/০৮/২০১৯ মিরপুর, ঢাকা ।