৪৭।


সুস্থ ধারার সংস্কৃতিই ঘটায় মেধা আর ব্যক্তিত্বের বিকাশ
অপরিণামদর্শী অপসংস্কৃতি ডেকে আনে জাতির সর্বনাশ
প্রাচ্যের সংস্কৃতি মানব কল্যাণের তরেও সর্বোৎকৃষ্ট, তাই  
পবিবার স্বজন বাঁচাতে পাশ্চাত্যের সংস্কৃতির চাই বিনাশ ।


৪৮।


কিছু পেতে মানুষ স্বভাব-সুলভ ভাবে দাতাকে করে তোষণ
তাই অযাচিত উপকার করলে কাউকে করে সন্দেশ পোষণ
সেতো অপ্রত্যাশিতই বটে, তার কারণ আবহমান কাল ধরে
সমাজের প্রতিটি স্তরে মানুষ মানুষকে শুধু করছে যে শোষণ ।


দুপুর-১২.৩৫টা সোমবার ১০/০১/২০২০ মিরপুর, ঢাকা ।