৪৯।


স্থান কাল পাত্র না ভেদে গরীবের হক কথা বলাটাও ভুল
ভরা জন সমক্ষে অহেতুক দিতে হয় তাকে চরম মাসুল
এই জামানার মানুষেরা গরীবের উপকার করে খুব কমই
কিন্তু তার পায়ে পায়ে ভুল ধরতেই সদা থাকে মশগুল ।    


৫০।


পুরুষ তোমার পকেটে যেদিন থাকবে না কোন টাকা
সেদিন নিজেকে চাই ভালো পোশাকে পরিপাটি থাকা
নিজের দুর্বলতা কারো সমানে প্রকাশ করলে রে ভাই
সুযোগ নিয়ে সবাই তোমার সবটাই করে দেবে ফাঁকা ।  


রচনাকালঃ- সকাল ১০.৩১টা, শনিবার, ০৭/০৩/২০২০
মিরপুর, ঢাকা ।