৫১।


সূর্যের রশ্মি বিনা সহসা ফুটে না তো কোন ফুল  
যতই তারে সার বিষ জলে যত্নে থেকো আকুল
আসলে ফলদ বৃক্ষ বড় নাজুকই হয় তাই তাকে
কারো ছায়ার নিচে আজীবন রাখাটাই মহা ভুল ।


৫২।


শয়তান শুধু নষ্ট জায়গায় নয় ধর্মের পরিবেশেও থাকে
বরং বিশেষ ধর্মের কথায় মোহিত করে বেশী মানুষকে  
তাইতো মানুষ ধর্মীয় গোঁড়ামির উন্মাদনায় অন্যের রক্ত
ঝরাতে সুযোগ খুঁজে, প্রকৃত ধর্মে গুরুত্ব শুধু মানবতাকে ।
    
বেলা ১১.৪০টা শুক্রবার, ২০/০৩/২০২০ মিরপুর, ঢাকা ।