৬৫ ।


গোলাপ চারার বাড় বাড়ন্ত শাখাটি যদি ছেঁটে না ছোট কর  
তবে ঐ গাছে ফুল তো হবে না হলেও তা হবে না যে বড়
অবাঞ্ছিত কারো বাড়াবাড়ির সুখ দেখতে গেলে অচিরে দুখ
তো আসবেই কপালে, তা লাভের চেয়ে ক্ষতি করে গুরুতর ।


রাত- ১২.১২টা , মঙ্গলবার, ০৪/০৮/২০২০ মিরপুর, ঢাকা ।    


৬৬।


স্বপ্নটা দেখতে হয় অনেক বড়, ছোট স্বপ্ন দেখা তো পাপ
স্বপ্নহীন জীবন অন্যের স্বপ্ন পুরনে অজান্তে নেয় অভিশাপ
সুনির্দিষ্ট স্বপ্ন না থাকলে ইতি উতি করে জীবন করে পার,  
চলে না সংসার, তখন পাপের প্রায়শ্চিত্তে করবে পরিতাপ ।


সকাল- ৭.২৬টা, বৃহস্পতিবার, ২২/১০/২০২০ মিরপুর, ঢাকা ।