৮০।


পৃথিবীতে মানুষ মরণশীল এবং চিন্তাশীল
সেহেতু তার ভাবনাগুলোও পরিবর্তনশীল  
তাইতো হেথা এতই বিশৃংখলা কষ্ট দুঃখ
জড়া ব্যধি, সুখ শান্তি থাকে না অনাবিল ।


৮১।


মানুষ মন্দ নয়, মন্দ হয় যখন শয়তান ধরে
সে যে নিমিষেই মনুষ্য অন্তরে প্রবেশ করে  
মানুষের প্রথম কাজ তাই তা বুঝে পথ চলা
কোন অবস্থাতে যেন তার ধোঁকায় না পরে  ।


৮২।


কাউকে ঢালাও দোষারোপ করা সম্পূর্ণ ভুল
তাই উচিৎ সদাই খুঁজে দেখা তার উৎস মূল
নচেৎ সকল পদক্ষেপ বিকল হবে, বুমেরাং
হয়ে ফিরে আসবে হারাবে যে সবি বিলকুল ।


দুপুর ৩.৫৯টা, শুক্রবার, ২৬ চৈত্র ১৪২৭, ৯ এপ্রিল ২০২১,
মিরপুর ,ঢাকা ।