৫৫।


দুঃখ দুর্দশাগ্রস্থতার মূল কারণটাই হল আসক্তি  
জীবন হয় অনিয়ন্ত্রিত, অপাত্রেও করে অন্ধ ভক্তি
অবিদ্যার অন্ধকারে ডুবে থাকলে মুক্তি নেই শুধু
জ্ঞান পারে তা হতে মুক্ত করতে জ্ঞানই যে শক্তি ।  


৫৬।


ধর্মের অন্তর্নিহিত মর্মার্থগুলো যারা হৃদয় দিয়ে না জানে
জীবনে তারাই ভোগ বিলাস ছাড়া আর কিছুই না মানে
সঠিক জীবনাচার না জানা এই দুরাচারীরাই ঘরে বাইরে
সমাজে যত অবিচার অনাচার অশান্তি সবি ডেকে আনে ।  


রাত ৮.৪৫টা, বুধবার, ২২/০৪/২০২০, মিরপুর, ঢাকা ।