৩৪।


এই লোকসমাজে বাস করেও যদি বল আমি এমনই  
তবে বন্ধু সমাজ বলে আর তাহলে কিছু থাকলো কই ?
সমাজে বাস করতে হলে এসব থাকা কি চলে ? এসো  
এমন অভব্যতা অশিষ্টতা পরিহার করে সামাজিক হই ।


সন্ধ্যা ৬.১৫টা ০২/১০/২০১৯ মিরপুর, ঢাকা ।


৩৫।


স্থায়ী মাটিতে জন্ম নেওয়া ক্ষণস্থায়ী মানুষ বলে এ মাটি আমার
কোটি বছর আগে জন্ম মাটিতে এমন মালিক সেজেছে লক্ষবার
কত এল কত গেল কারো মালিকানার কোন চিহ্নই নাহি রইল
তবুও মাটির মালিকানা নিয়ে মানুষের কত অহংকারী কারবার ।


সন্ধ্যা ৫.৩৬টা ০৫/১০/২০১৯ মিরপুর, ঢাকা ।